জামালপুরের দেওয়ানগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে দুই ভাইয়ের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ সময়ে গুরুতর আহত হয়েছেন আরও ২জন। গত ২৯ নভেম্বর শুক্রবার দিবা গত রাতে ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতরা হলেন, ইউসুফ আলী, আবদুল জলিল। তারা উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাডী গ্রামের হাজী হারান আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ী দক্ষিণ লম্বা পাড়া গ্রামের মৃত ইউনুস আলী দুই ছেলে হাজী হারান আলী ও সাবেক ইউপি সদস্য জাকির হোসেনের মধ্যে দীর্ঘ দিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল। গত ২৯ নভেম্বর শুক্রবার সকালে সানন্দবাড়ী বাস স্ট্যান্ড এলাকায় হাজী হারান আলী’র লোকজন জমিতে ঘর তোলতে গেলে জাকির হোসেনের লোকজন হারান আলী’র লোকজনের উপরে অতর্কিত হামলা চালায়। ওই হামলায় হাজী হারান আলী, তার দুই ছেলে ইউসুফ , আবদুল জলিল সহ নাতি জয়নালের ছেলে রিপন মারাত্বক গুরুতর ভাবে আহত হলে এলাকাবাসিরা তাদের উদ্ধার করে প্রথমে জামালপুর জেনারেল হাসপাতালে ৪জনকে ভর্তি করার পর হারান আলীর দুই ছেলে ইউসুফ ও আবদুল জলিলের অবস্থার চরম অবনতি হলে দু’জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গত ৩০ নভেম্বর শনিবার সকালে ইউসুফ ও আবদুল জলিল চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যায়। এ বিষয়ে সানন্দবাড়ী ফাঁড়ি থানার তদন্ত কর্মকর্তা আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মইনুল ইসলাম ঘটনার সত্যতা স্বিকার নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।