দক্ষিণ চট্টগ্রামের কর্ণফুলী থেকে আলী আকবর (৫২) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তার কাছ থেকে চারটি ওয়ানশুটার গান এবং ২৩ রাউন্ড গুলিও উদ্ধার করা হয়। আলী আকবর নোয়াখালী জেলার হাতিয়া বয়ারচর এলাকার নুর আহমদের ছেলে। শনিবার ভোরে বাঁশখালী থেকে অস্ত্র সংগ্রহ করে নোয়াখালীতে নিয়ে যাওয়ার সময় কর্ণফুলীর শিকলবাহা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদুল হাসান মামুন।
র্যাব ও এলাকাবাসী সূত্র জানায়, গোপন সংবাদ পেয়ে র্যাব সদস্যরা ভোরে শিকলবাহায় অভিযান চালায়। এ সময় শাহজালাল মেটার্সের সামনে থেকে আলী আকবরকে লুঙ্গিপরা অবস্থায় গ্রেফতার করা হয়। পরে তার কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ তল্লাশি করে চারটি ওয়ানশুটার গান এবং ২৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এরআগে আলী আকবর বাঁশখালী থেকে এসব অস্ত্র ও গুলি সংগ্রহ করেছেন। সেই অস্ত্র ও গুলিগুলো নিয়ে নোয়াখালীর হাতিয়ায় বিক্রির উদ্দ্যেশে যাচ্ছিলেন। র্যাবের জিজ্ঞাসাবাদে আলী আকবর জানিয়েছেন- হাতিয়া এলাকার জলদস্যুদের কাছে তিনি নিয়মিত এই ধরণের অস্ত্র বিক্রি করেন। র্যাবের দাবি-আলী আকবর একজন পেশাদার অস্ত্র ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরেই চট্টগ্রামে অস্ত্র ব্যবসা করে আসছেন।