শুক্রবার নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়নের হরিনবেড় দাসপাড়ায় আগুনে পুড়ে ৫টি পরিবারের ঘর,বিভিন্ন মালামালসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্থরা হচ্ছে রুনু দাস,বনবাসী দাস,অনিতা দাস,মহাদেব দাস ও বিজয়া দাস।এরা সবাই সঞ্জিত দাসের বাড়ির ভাড়াটিয়া। হরিপুর ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আখিঁ ও ক্ষতিগ্রস্থরা জানান,হরিণবেড় দাসপাড়ার সঞ্জিত দাসের বাড়ির ঘরে ৫টি পরিবার ভাড়া থাকতো। দুপুর ১২ টার দিকে জনৈক ভাড়াটিয়ার ঘরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। অগ্নিকা-ে ৫টি পরিবারের ঘরে থাকা নগদ টাকাসহ,অন্যান্য মালামাল ও টিনের ঘর পুড়ে ভস্মিভূত হয়। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সংবাদ পেয়ে উপজেলা নিবার্হী কর্মকর্তা নাজমা আশরাফী ও সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার ও স্থানীয় ইউপি চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আখিঁ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ পরিবারকে জেলা প্রশাসকে জিআর ক্যাশ থেকে ৫টি পরিবারকে ১৫ হাজার টাকা করে ৭৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয় এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবার মধ্যে ৩১টি কম্বল বিতরন করা হয়েছে। অন্যদিকে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতিকুর রহমান আখিঁর ব্যক্তিগত তহবিল থেকে ২ হাজার টাকা করে ১০ হাজার টাকা প্রত্যেক ক্ষতিগ্রস্থ পরিবারকে প্রদান করেন।
এসময় হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজ¦ী ফারুক মিয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী সম্ভুনাথসহ ইউপি সদস্য ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।