নেত্রকোণার কলমাকান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় তিনজন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার খারনৈ ইউনিয়নের কচুগড়া গ্রামের শরাফত আলীর সাথে একই গ্রামের মনির মিয়ার দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গত বৃহস্পতিবার পূর্ব পরিকল্পিতভাবে বটতলা গ্রামের হুমায়ুনের দোকানের সামনে মনির মিয়া,হামিরুল মিয়া ও রাকিব মিয়ার উপর দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালিয়ে এদেরকে গুরুতর আহত করে। এ ঘটনায় মনির মিয়া বাদি হয়ে কলমাকান্দা থানায় ৭ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন (২৯(১১)২০১৯ ইং। আসামিরা হলো শরাফত আলী,আলী হুসেন,মনোয়ার মিয়া,শামছুল মিয়া,মোছাঃ শাহিদা খাতুন,ও জ্যোৎস্না খাতুন। এ বিষযে কলমাকান্দা থানার ওসি মো. মাজহারুল করিম সত্যতা নিশ্চিত করে বলেন আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।