মেলবোর্নে ২০১৭ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল ইংল্যান্ডের টম কারেনের। অভিষেকে প্রথম টেস্ট উইকেট পেতে পারতেন নিজের করা ৫ম ওভারেই। লেংথ ডেলিভারিতে মিড অনে ক্যাচ তুলে দিয়েছিলেন ডেভিড ওয়ার্নার। ফিল্ডার ক্যাচ ধরেছিলেনও বটে। তবে টিভি রিপ্লেতে দেখা যায় সেটা নো বল ছিল।
ঐ ইনিংসে ওয়ার্নারকে আউট করেন জেমস অ্যান্ডারসন। স্টিভ স্মিথকে বোল্ড করে নিজের প্রথম টেস্ট উইকেটের স্বাদ পান টম কারেন।
ব্রিসবেনে টেস্ট অভিষেক হয়েছিল বিস্ময় বালক নাসিম শাহের। নিজের করা ৭ম ওভারে ডেভিড ওয়ার্নারকে প্রায় সাজঘরে ফিরিয়েই দিয়েছিলেন। উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানকে ৫৬ রানে ব্যাট করতে থাকা ওয়ার্নার ক্যাচ দেন। আম্পায়ার আঙুলও তুলে দেন। পরে টিভি রিপ্লেতে দেখা যায় নাসিম শাহ নো বল করেছিলেন।
পরে অবশ্য ওয়ার্নারকে ফেরান নাসিম শাহ ই। ততক্ষণে আরো ৯৮ রান করে ফেলেছেন ওয়ার্নার। ১৫৬ রান করা ওয়ার্নার ক্যাচ দেন উইকেটের পেছনে মোহাম্মদ রিজওয়ানকেই।
অ্যাডিলেডে একই রকম ঘটনার পুনরাবৃত্তি করেন মোহাম্মদ মুসা। অভিষেক টেস্টে সময়টা ভাল যাচ্ছিল না। ৮৭ রান হজম করেও নেই উইকেটের দেখা। পেতে পারতেন ডেভিড ওয়ার্নারের উইকেট। ২২৬ রানে ব্যাট করতে থাকা ডেভিড ওয়ার্নার গালিতে থাকা বাবর আজমকে ক্যাচ দিয়েছিলেন। ধরেছিলেনও বাবর। তবে কারেন, নাসিমের মতো মোহাম্মদ মুসার করা সেই বলও ছিল নো বল।
সেই সুযোগ কাজে লাগিয়ে ওয়ার্নার এখন অপরাজিত ৩৩৫ রানে, যা কিনা টেস্টে তার ব্যক্তিগত সর্বোচ্চ।