জেলার গৌরনদী মডেল থানা পুলিশ হারেজ সরদার নামের এক কথিত জ্বিনের বাদশাকে আটক করেছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে। এরআগে বৃহস্পতিবার রাতে অভিযোগের ভিত্তিতে উপজেলার কটকস্থল (সাউদেরখালপাড়) এলাকা থেকে তাকে আটক করা হয়।
গৌরনদী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান জানান, কটকস্থল (সাউদেরখালপাড়) গ্রামের সিরাজ সরদারের পুত্র হারেজ সরদার দীর্ঘদিন যাবত তার সহযোগিদের নিয়ে নিজ মোবাইল ফোনে কণ্ঠ পরিবর্তন করে জ্বিনের বাদশা পরিচয় দিয়ে বিভিন্ন লোকদের ভয়ভীতি দেখিয়ে টাকা-পয়সা হাতিয়ে নেয়ার কাজ করছিলো। বিষয়টি থানা পুলিশ জানতে পেরে তাকে আটক করে। প্রাথমিকভাবে হারেজ তার অপকর্মের কথা পুলিশের কাছে স্বীকার করেছে। পাশাপাশি সে কন্ঠ পরিবর্তন করে কথা বলেও শুনিয়েছে। এ ঘটনায় শুক্রবার দুপুরে প্রতারনার শিকার গৌরনদীর বাসিন্দা আকবর আলী মীর বাদি হয়ে মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে হারেজকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।