জেলার গৌরনদী উপজেলার নলচিড়া নামক এলাকায় শুক্রবার দুপুরে যাত্রীবাহি ইজিবাইক উল্টে জামাল হাওলাদার (৫০) নামের এক যাত্রী নিহত ও দুই যাত্রী আহত হয়েছেন। নিহত জামাল কালকিনি উপজেলার পূর্ব চর কয়ারিয়া গ্রামের গনি হাওলাদারের পুত্র। আহত যাত্রী কয়ারিয়া গ্রামের আবুল বাশার (৬৫) ও নলচিড়া গ্রামের মারিয়া হালদারকে (৫৫) উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। গৌরনদী মডেল থানার ওসি গোলাম সরোয়ার ঘটনার সত্যতা স্বীকার করেছেন।