মোল্লাহাটে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতি পক্ষের সন্ত্রাসী হামলায় বৃদ্ধ ও গর্ভবতী মহিলাসহ অন্তত ৮ ব্যক্তি আহত হয়েছে। উপজেলার আড়-য়াডিহি গ্রামে শুক্রবার সকালে ন্যাক্কার জনক হামলার এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতদেরকে মোল্লাহাট ও খুমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া আহতদের পক্ষে মোল্লাহাট থানায় অভিযোগ করা হয়েছে।
আহতদের নিকটাতœীয় এবং অভিযোগ সুত্রে জানা যায়, আড়-য়াডিহি গ্রামের হাফেজ মোঃ জামাল উদ্দিনের বাড়িতে যাতায়াতের একমাত্র পথের জমি বেশ কিছুদিন ধরে অবৈধ জবর-দখল চেস্টা করছে প্রতিবেশী হেমায়েত শেখ গং। যা নিয়ে একাধিকবার শালিস বৈঠক হলেও তা আমলে না নিয়ে প্রায়-ই অত্যাচার-জবর-দখল করে হেমায়েত গং। ঘটনার দিন হেমায়েত শেখের নেতৃত্বে একদল দুস্কৃতিকারী হাফেজ মোঃ জামাল উদ্দিন ও তার পরিবারের ওপর হামলা চালায়। ওই হামলায় আহতরা হলেন, হাফেজ মোঃ জামাল উদ্দিন (৭০), গর্ভবতী শাখিলা (২০), রহমত (২৫), মেরী (৩০), সিমা আক্তার ((৩৩), কাকলি (৩০) সেলিম (২৫) ও আরাফাত (১৬)।
ওই বিষয়ে ওসি (তদন্ত) বলেন, লিখিত অভিযোগ পেয়েছেন এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবেন।