“অপচয় রোধ করি, খাদ্য অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ের বোদায় জাপান ভিত্তিক স্বেচ্ছাব্রতী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এবং ইয়ূথ এগেনইস্ট হাঙ্গারের আয়োজনে ৬ শতাধিক অংশগ্রহণ কারীদের নিয়ে জনসচেতনতা মূলক সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে র্যালীটি হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড অফিস সংলগ্ন বলরামহাট উচ্চবিদ্যালয় মাঠের শহীদ মিনার পাদদেশ থেকে শুরু হয়ে তেলিপাড়া, সরকারপাড়া, এশিয়ান হাইওয়ে হয়ে পৌরসভার মোড় ঘুরে বোদা বাসস্ট্যান্ড এবং বাজার পদক্ষিণ করে গার্লস স্কুল মোড় হয়ে প্রামাণিকপাড়া আদর্শ স্কুলে এসে শেষ হয়। র্যালীটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাসান, বোদা থানার কর্মকর্তা ইনচার্জ আবু হায়দার মোহাম্মদ আশরাফুজ্জামান। উদ্বোধনী আলোচনা সভায় সভাপতিত্ব করবেন হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড বাংলাদেশের ডেপুুটি কান্ট্রি ডিরেক্টর আনজুমান আকতার। এছাড়াও র্যালীটিতে আরো উপস্থিত হাঙ্গার র্ফ্রি ওয়ার্ল্ড জাপানের ইন্টারন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার মিস আকিকো মেরা এবং মিস তেরাও মিনাকো। ওই সাইকেল র্যালীটিতে যুক্ত থেকে নিরাপত্তা বিষয়ক সার্বিক সহযোগিতা করেন বোদা থানা পুলিশ, কমরেড মোহাম্মদ ফরহাদ কমিউনিটি হাসপাতাল। র্যালীতে অংশগ্রহণ করেন উপজেলার ১০ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাথী/শিক্ষকমন্ডলী, সাংবাদিক, প্রত্যাশা ২০২১ ফোরাম সহ উপজেলা বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন নেতৃবৃন্দরা।
উল্লেখ, বাংলাদেশে মোট খাদ্যের প্রায় ৩০ শতাংশই বিভিন্ন ভাবে নষ্ট হয়, যার আর্থিক মূল্য বছরে প্রায় ৩০ হাজার কোটি টাকা। দেশে প্রায় ৪ কোটি মানুষ পুষ্টিহীনতার শিকার। প্রায় ৪৪ শতাংশ নারী রক্তস্বল্পতায় ভোগেন। দেশে প্রতি ৫ জনে ১ জন মানুষ প্রায় দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। বিশেষ করে প্রত্যন্ত গ্রাম চরাঞ্চল, দূর্গম এলাকা, দর্লিত, আদিবাসী এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীসহ শহরের নি¤œ আয়ের মানুষের মধ্যে পুষ্টিহীনতা বেশী। অপরদিকে সমাজে একদল মানুষ প্রতিদিন নানাভাবে খাবার অপচয় বা নষ্ট করে। এছাড়াও ব্যক্তিগত পর্যায় ছাড়াও ফসল উৎপাদনের পর কাটা, মাড়াই, সংগ্রহ, শুকানো, পরিস্কার, পরিবহন, সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ পর্যন্ত কয়েকটি ধাপে বির্পুল পরিমাণ খাদ্য নষ্ট হয়। প্রাপ্ত তথ্যানুযায়ী শুধুমাত্র ইঁদুর বছরে ৭৩২ কোটি টাকার ফসল খেয়ে ফেলে। সামাজিক অনুষ্ঠানদিতে গরীবের চেয়ে ধনীদের মধ্যে খাদ্য অপচয়ের প্রবণতা লক্ষ্য করা যায়। এ-সংক্রান্ত জনসচেতনতামূলক লিফলেট এবং স্টীকার বিতরণ করেন সাইকেলে অংশগ্রহণকারীরা। খাদ্য অপচয় রোধের উপর শপথ বাক্য পাঠ করানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।