ঝিনাইদহ জেলার কালীগঞ্জ বাসষ্ট্যান্ডে জাতীয় কৃষক সমিতি জেলা শাখার ডাকে সকাল ১১ টায় এক প্রতিবাদি মানব বন্ধন অনুষ্ঠিত হয়। পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যর মূল্য বৃদ্ধির প্রতিবাদ ধানের দাম বৃদ্ধি ও সরাসরি কৃষকের কাছ থেকে সরকারি গুদামে পর্যাপ্ত ধান ক্রয়, ষাটোদ্ধ কৃষক-শ্রমিকদের এককালীন ৫ লক্ষ টাকা এবং মাসিক ৫ হাজর টাকা পেনশনের দাবীসহ কৃষকদের অন্যান্য নায্য দাবীতে এ প্রতিবাদী মানব বন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় কৃষক সমিতির জেলা নেতা আ: কুদ্দুসের সভাপতিত্বে মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় প্রচার সম্পাদক কমরেড মোস্তফা আলমগীর রতন। আরো বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত জেলা সভাপতি ও জেলা কৃষক নেতা আ: জলিল, সাধারন সম্পাদক অরুন ঘোষ, জেলা কৃষক নেতা রেজাউল ইসলাম, ওয়ার্কার্স পার্টির কালীগঞ্জ উপজেলা সভাপতি আমীর হামজা বাবলু, জাতীয় কৃষক সমিতির উপজেলা সহসভাপতি বাহার আলী, সাধারন সম্পদক জয়দেব দাশ, ওয়ার্কার্স পার্টির পৌর সাধারন সম্পাদক বিপ্লব বিসনু প্রমুধ। জাতীয় কৃষক লীগের উপজেলা সাধারন সম্পাদক আমিনুর রহমান তপু মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন।