রাজবাড়ীর গোয়ালন্দে বৃহস্পতিবার দুপুরে বিদেশী মুদ্রাসহ তিন জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা হলো, গোপালগঞ্জ জেলার মোকছুদপুর উপজেলার শৈলখোলা গ্রামের মৃত আবদুল হামেদ কাজীর ছেলে মোঃ সামাল কাজী (৩০), জামালপুর জেলার ইসলামপুর উপজেলার তারতা পাড়া গ্রামের মোঃ জিল্লুর রহমানের ছেলে জসিম আহমেদ (২১) ও রাজনগর গ্রামের বাটোল মুন্সীর ছেলে শহিদুল ইসলাম (৪২)।
গোয়ালন্দ ঘাট থানার ডিউটি কর্মকর্তা এসআই ইকবাল আহমেদ খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহ জনকভাবে ঘোরাগুরি করা অবস্থায় গোয়ালন্দ শহরের জামতলা এলাকা থেকে ৫৫০ সৌদি রিয়ালসহ ওই তিনজন আটক করা হয়। তারা কি উদ্দেশ্যে বিদেশী মুদ্রা বহন করছিল তা যাচাই-বাছাই করা হচ্ছে।
গোয়ালন্দ ঘাট থানার ওসি আব্দুল্লাহ আল তায়েবীর জানান, আটকৃতদের জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।