রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর এলাকা থেকে অভিযান চালিয়ে ৯ জুয়ারুকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ৮ টার সময় একটি দোকেনে তাস দিয়ে জুয়া খেলা অবস্থায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের মধুপুর গ্রামের রাজা মন্ডলের ছেলে মিলন মন্ডল (২৮), মোতালেব শেখের ছেলে হাসমত শেখ (২৯), বারেক শেখের ছেলে আবু বক্কার শেখ (৪০), বিনয় দাসের ছেলে সুজয় দাস (২৫), বাদশা মন্ডলের ছেলে খোকন মন্ডল (৩৪), সামসুদ্দিন মন্ডলের ছেলে হুমায়ন মন্ডল (৪৮), ইলিশকোল গ্রামের বলাই দাসের ছেলে পলাশ দাস (৩২), আঃ খালেক শেখের ছেলে সিহাব উদ্দিন শেখ (৪০), বাবুলতলা গ্রামের বদর উদ্দিন ফকিরের ছেলে জাবেদ ফকির (৩৫)। গ্রেফতারকৃতদের কাছ থেকে ২ হাজার ১শত ৬০ টাকা ও ২ জোড়া তাস জব্দ করে।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) একে এম আজমল হুদা জানান, বুধবার রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বহরপুর ইউনিয়নের মধুপুর গ্রামের মুদি দোকানের মধ্যে থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদেরকে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে জুয়া আইনের ৪ ধারায় রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।