বাংলাদেশ ও ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ এর মধ্যে পারস্পরিক আস্থা ও সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে ২৮ নভেম্বর (বিএসটি) পর্যন্ত তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি), রংপুর এর আওতাধীন বুড়িমারী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪৩/এমপি হতে ২৫ গজ ভারতের অভ্যন্তরে চেংড়াবান্ধা বাজার সংলগ্ন এলাকায় তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এবং ১৪৮ ব্যাটালিয়ন বিএসএফ, জলপাইগুড়ির মধ্যে বিএসএফ এর প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে প্রীতি ভলিবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মোজাম্মেল হক, পিএসসি এর নেতৃত্বে ০১ জন কোম্পানি কমান্ডার, ১২ জন খেলোয়াড় এবং ০২ জন অন্যান্য পদবীর বিজিবি সদস্য এবং প্রতিপক্ষ ১৪৮ ব্যাটালিয়ন বিএসএফ এর কমান্ড্যান্ট এর নেতৃত্বে ০১ জন স্টাফ অফিসার, ০৩ জন কোম্পানি কমান্ডার, ১০ জন খেলোয়াড় এবং ১৫ জন অন্যান্য পদবীর বিএসএফ সদস্য উপস্থিত ছিলেন। ওই প্রতিযোগিতায় বিএসএফ দল বিজিবি দলকে ২-০ সেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ওই প্রতিযোগিতা স্থানীয় বিপুল সংখ্যক ভারতীয় নাগরিক উপস্থিত হয়ে উৎসবমুখর পরিবেশে উপভোগ করে। উভয় সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে এ ধরনের বন্ধুত্বপূর্ণ প্রতিযোগিতা দুদেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেন। প্রতিযোগিতাটি অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।