গাজীপুরের কাপাসিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও উপজেলা জাতীয় শ্রমিকলীগের প্রতিষ্ঠাতা আহ্বায়ক কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোবারক হোসেন খান (৬২) বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকার হলিফ্যামিলি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাহির রাজিউন)। এর আগে দীর্ঘদিন ধরে তিনি লিভার, কিডনি ও ফুসফুসের নানা জটিলতায় ভুগছিলেন। সে উপজেলার সূর্যনারায়নপুর গ্রামের খান বাড়ির কাপাসিয়া সদর ইউপি সাবেক চেয়ারম্যান মৃত মোঃ আজমত খানের পুত্র। বৃহস্পতিবার সকাল ১১টায় সূর্যনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোক-সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এমপি, বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মোতাহার হোসেন মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মুহম্মদ শহীদুল্লাহ্, কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আমানত হোসেন খান, বিএনপি নেতা হান্নান শাহ্ পুত্র শাহ্ রিয়াজুল হান্নান রিয়াজ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ। এ ছাড়া মরহুমের জানাযায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকাবাসী ও বিপুল সংখ্যক মুসল্লি শরিক হয়ে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন।