সিরাজদিখানে মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই অনুষ্ঠিত হয়েছে। স্বাধীনতার ৪৮ বছরে বিভিন্ন কারণে যে সকল মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত হতে পারেননি, তাদের মধ্যে যারা অনলাইন নিবন্ধিত হয়েছেন তাদের যাচাই বাছাই করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত যাচাই বাছাই করা হয়। যাচাই এর জন্য উপজেলার ১৪ টি ইউনিয়নের ৯১ জন মুক্তিযোদ্ধার সাথে যুদ্ধাকালীন বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। কিছু মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাওয়ার আগেই মারা গিয়েছেন তাদের পক্ষে পরিবারের স্ত্রী বা সন্তানেরা কথা বলেন বাছাই কমিটির সাথে। তবে বাছাইতে কতজন টিকেছেন আর কতজন বাদ পরেছেন তা আগামী শনিবার আনুষ্ঠানিক ঘোষণা করা হবে বলে কমিটির পক্ষ থেকে জানা যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ মহিউদ্দিন আহমেদ। যাচাই বাছাই কমিটির প্রধান হিসেবে উপস্থিত ছিলেন যুদ্ধকালীন ২ থানা (শ্রীনগর-সিরাজদিখান) কমান্ডার আলী আহমেদ বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশফিকুন নাহার, যুদ্ধকালীন কমান্ডার অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম, সাবেক কমান্ডার জহিরুল আলম বিমল, মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আবুল খায়ের মাঝি, কমান্ডার মোতালেব দেওয়ান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আবদুল মতিন হাওলাদার। এছারা আরো উপস্থিত ছিলেন ইছাপুরা সরকারি কলেজ অধ্যক্ষ শামসুল হক হাওলাদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ, সরকারি ইছাপুরা মডেল উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন, প্রেসক্লাব আহ্বায়ক কাজী নজরুল ইসলাম বাবুল প্রমুখ।