পঞ্চগড়ের আটোয়ারীতে ছেলে ও বৌমার লাঠির আঘাতে হাসপাতালে ভর্তি আহত মা। এই চাঞ্চল্যকর ঘটনাটি গত বুধবার রাতে উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের রামপুর গ্রামে ঘটেছে। অভিযোগ সূত্রে জানাগেছে, বাবা মারা যাওয়ার পর বাবার দেয়া ৫শতক ভিটে বাড়ির জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে বুধবার রাতে বড় ছেলে রইছুল আলম (৩৮) ও তার স্ত্রী মোছাঃ বেগম (৩২) ছোট ভাই মোঃ আনছারুল হক (৩০) এর সাথে হাতাহাতির ঘটনা ঘটে। এমন সময় তার মা মোছাঃ ফিরোজা বেওয়া (৫০) তাদের দুই ভাইকে চুপ থাকার কথা বললে বড় ছেলের স্ত্রী হাতে থাকা লাঠি দিয়ে তার শাশুরির মাথায় আঘাত করলে মাথা ফেটে অজ্ঞান হয়ে পরে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় ছোট ছেলে মোঃ আনছারুল হক আটোয়ারী হাসপাতালে এনে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক ফিরোজার মাথায় ৬টি শেলাই করে হাসপাতালে ভর্তি করেন। এ রির্পোট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানাগেছে। এমন ঘটনায় দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী করেন এলাকাবাসী।