কুমিল্লার হোমনায় ব্যাংক এশিয়ার ২০ বছর পূর্তি উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার ব্যংকের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে কেক কেটে এর বর্ষপূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে কেক কাটেন ইউএনও তাপ্তি চাকমা। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. মোহাহার হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুহুল আমিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, সমাজসেবা কর্মকর্তা মো. রমজান আলী, সমবায় কর্মকর্তা মো. জালাল উদ্দিন, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মো. সাইদুলসহ সাংবাদিক, শিক্ষক ও ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ব্যাংকিংসেবা তৃণর্মল পর্যায়ে পৌঁছে দেওয়ার লক্ষ্যে এটুআইয়ের উদ্যোগে উপজেলার দুইটট ডিজিটাল সেন্টারে ব্যাংক এশিয়ার দুইটি এবং নিজস্ব উদ্যোগে আরও পাঁচটিসহ মোট ৭ টি ব্যাংক এশিয়ার এজেন্ট ব্যাংকিং শাখার আউটলেট স্থাপন করা হয়েছে।