বিয়ের দাবিতে বৃহস্পতিবার সকাল থেকে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছে প্রেমিকা। এনিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি জেলার গৌরনদী উপজেলার বার্থী গ্রামের।
জানা গেছে, ওই গ্রামের কুয়েত প্রবাসী মালেক বেপারীর পুত্র হৃদয় বেপারীর (২১) সাথে পার্শ্ববর্তী পূর্ব ডুমুরিয়া গ্রামের দশম শ্রেণির ছাত্রীর (১৬) তিন বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। স্কুল ছাত্রী জানায়, সম্প্রতি হৃদয়কে বিয়ে করানোর জন্য প্রস্তাব দিলে হৃদয় বিয়ে করতে নানা তালবাহানা শুরু করে। সে প্রতারনার শিকার হয়ে বৃহস্পতিবার সকাল থেকে বিয়ের দাবিতে প্রেমিক হৃদয়ের বাড়িতে অনশন শুরু করে।
প্রেমিকার উপস্থিতি টের পেয়ে প্রেমিক হৃদয় পালিয়ে যায়। স্কুল ছাত্রী বলেন, প্রেমিক হৃদয়ের সাথে আমার বিয়ে না হলে আমি আত্মহত্যা করবো। খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ বিকেলে মেয়েটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
ঘটনার সত্যতা স্বীকার করে গৌরনদী মডেল থানার এসআই আসাদুজ্জামান খান বলেন, স্কুল ছাত্রীকে এলাকাবাসী ও পুলিশ অনশন ভাঙ্গার চেষ্টা করে ব্যর্থ হওয়ায় তাকে থানায় আনা হয়েছে। বিষয়টি সমাধানের জন্য উভয়পক্ষের অভিভাবকদের খবর দেয়া হয়েছে।