প্রেমের সম্পর্কের পর সামাজিকভাবে আকদের দিন ঠিক করা হয়। কিন্তু রহস্যজনকভাবে পালিয়ে যায় প্রেমিক কাসেম আলী। এতে অভিমান করে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে প্রেমিকা। মুমূর্ষ অবস্থায় তাকে শেবাচিম হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়। এ ঘটনায় বুধবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, জেলার বাবুগঞ্জ উপজেলার বাদলা গ্রামের নানা বাড়িতে দীর্ঘদিন থেকে বসবাস করে আসছিলো উজিরপুরের কুড়ালিয়া গ্রামের বাসিন্দা রহম আলী হাওলাদারের পুত্র কাসেম আলী। সে সুবাদে বাদলা গ্রামের এক তরুনীর সাথে কাসেমের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে সামাজিকভাবে তাদের আকদের দিন ঠিক করা হয়। এরইমধ্যে গত মঙ্গলবার সন্ধ্যায় রহস্যজনক কারণে কাসেম পালিয়ে যায়। এতে অভিমান করে ওইদিন রাতেই প্রেমিকা তরুনী নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। শেবাচিমের চিকিৎসকরা জানান, তরুনীর শরীরের ২৫ শতাংশই পুড়ে গেছে।
বৃহস্পতিবার সকালে এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) আবদুর রহমান মুকুল জানান, এ ঘটনায় ওই তরুনীর মা বাদি হয়ে ছয়জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।