ঝিনাইদহ কালীগঞ্জে ইয়াবা রাখার অপরাধে সাবেক কাউন্সিলর বজলুর রসিদ নান্নুুকে ৪ মাসের কারাদ- দিয়েছে ভ্রাম্যমান আদালত।
বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে শহরের ফয়লা এলাকার কোলা রোড থেকে ১৩ পিচ ইয়াবা ট্যাবলেটসহ বজলুর রশিদ কে আটক করা হয়। এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সূবর্ণা রানী সাহার পরিচালনায় অনুষ্ঠিত ভ্রাম্যমান আদালত তাকে ৪ মাসের কারাদ- প্রদান করেন।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সূবর্ণা রানী সাহা জানান, নেশাজাতীয় দ্রব্য ইয়াবা ট্যাবলেট রাখার অপরাধে কালীগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার ফয়লা গ্রামের তোফাজ্জেল হোসেন তাইজেলের ছেলে বজলুর রশিদ নান্নুকে ৪ মাসের বিনাশ্রম কারাদ- প্রদান করা হয়েছে। এ সময় ঝিনাইদহ মাদক দ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় পুলিশ প্রমাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা খেয়ে কারাভোগের পর সম্প্রতি জামিনে পেয়ে বাড়ি আসে। এরপর আবার ধরা পড়লো মাদকসহ।