রংপুর মহানগরীর নব্দীগঞ্জ এলাকায় ট্রাকে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে ৬৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে র্যাব। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়।
র্যাব সূত্র জানায়, র্যাব-১৩, ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার ভোরে রংপুর মহানগরীর মাহীগঞ্জ থানার নব্দীগঞ্জ বাজার একটি ট্রাকে (নং ঢাকা মেট্রো-ট ১৬-১১৮৫)ত ল্লাশী চালিয়ে ৬৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী কুস্টিয়ার মধুপুর মন্ডলপাড়ার মোঃ তালেব মন্ডল (৩৮) এবং ঝিনাইদহের রামচন্দ্রপাড়ার মোঃ জার্মান আলী (৪২) কে গ্রেফতার করে।
প্রাথমিক অনুসন্ধানের বরাত দিয়ে র্যাবের এই কর্মকর্তা জানান, ট্রাকটিতে কুড়িগ্রাম থেকে বোঝাই হওয়া গাঁজা ঝিনাইদহে খালাশ হওয়ার কথা ছিল। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ জব্দকৃত ওই ট্রাকটিতে পণ্য পরিবহনের অন্তরালে মাদক ব্যবসার সাথে জড়িত।