কুমিল্লার হোমনায় রবি মৌসুমে কৃষি প্রণোদনা হিসেবে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। উপজেলা কৃষি দপ্তরের দ্যোগে বৃহস্পতিবার পরিষদ প্রাঙ্গণে ইউএনও তাপ্তি চাকমার সভাপতিত্বে এ কৃষি প্রণোদনা বিতরণ করা হয়।
উপজেলার ঘাগুটিয়া ও ঘারমোড়া ইউনিয়নের ৩০ জন কৃষকের মাঝে ডিএপি, পটাশ সার ও বারি-৯ এবং বারি-১৪ জাতের সরিষা বীজ বিতরণ করা হয়। প্রত্যেককে ৩০ কেজি সার ও এক কেজি করে বীজ প্রদান করা হয়েছে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহসীন সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান নাসিমা আক্তার রীনা, ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মো. মোতাহার হোসেন, পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাজিরুল হক ভূঁইয়া, তথ্য আপা হামিয়া কাউসার প্রমুখ। পর্যায়ক্রমে ৩ শত কৃষককে এ কৃষি প্রণোদনা হিসেবে সার ও বীজ দেওয়া হবে।