“বিশ্ব শান্তিকল্পে মানব মুক্তির কল্যাণে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে, দেশমাতৃকা এবং বিশ্বের সকল জীবের শান্তি ও কল্যাণ কামনায় নেত্রকোণার পূর্বধলায় রাজপাড়া হরিবাসরের দীন ভক্তবৃন্দের উদ্যোগে ৪০ প্রহরব্যাপী (৫ দিন) তারকব্রহ্ম হরিনাম সংকীর্তন ২৫ নভেম্বর সোমবার অরুণোদয় হতে শুরু হয়ে ২৯ নভেম্বর শুক্রবার ব্রাহ্মমুহূর্ত পর্যন্ত শেষ হবে।
উক্ত হরিনাম সংকীর্তন উৎসবে বুধবার (২৭ নভেম্বর) রাতে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ রাজু আহমেদ রাজ্জাক সরকার, কমিটির সভাপতি সুজয় চন্দ্র সিনহা, সহ-সভাপতি নিরঞ্জন কুমার ভাদুড়ী, সাধারণ সম্পাদক অমর চন্দ্র রায়, কোষাধ্যক্ষ গোপাল চন্দ্র দে, অনুপ্রেরনায় ডা. কনক দে (বাবু), দুলাল চক্রবর্তী প্রমুখ।
জীবন কৃষ্ণ দে এর সার্বিক তত্ত্বাবধানে রাজবাড়ী হরিবাসর প্রাঙ্গনে অনুষ্ঠিত অধিবাস কীর্তন পরিবেশন করেন পূর্বধলা রাজপাড়া হরিবাস সম্প্রদায় ও অধিবাস কীর্তনের মাধ্যমে শুভ আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। পুরো অনুষ্ঠানটির পৌরহিত্য করছেন বিজয় কৃষ্ণ গোস্বামী। শ্রীমদ্ভগবতগীতা পাঠ করেন সুনামগঞ্জের বিজয় কৃষ্ণ গোস্বামী ও ময়মনসিংহের ফুলপুর তারাকান্দার চম্পক দত্ত এবং তার সঙ্গীয় আলোচকবৃন্দ।
এবার হরিনাম সংকীর্তন অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে দেশের বিভিন্ন জেলার খ্যাতনামা কীর্তন পরিবেশনকারী দলসমূহ। আগত ভক্তদের সামনে সুর তাল ছন্দময় ভক্তিরসে আপ্লুত কীর্তন যেন ভক্তদের মন্দিরাঙ্গনে মিলনমেলায় পরিণত হয়েছে।
নামসুধায় পরিবেশনায় রয়েছেন শিবঠুকর সম্প্রদায় (পাবনা), নবরতœ সম্প্রদায় (সাতক্ষীরা), গীতাঞ্জলী সম্প্রদায় (মাদারীপুর), শ্রীকৃষ্ণ চৈতন্য সম্প্রদায় (ভোলা), সুধারাম সম্প্রদায় (মাদারীপুর) ও রামকৃষ্ণ সম্প্রদায় (নেত্রকোণা)। প্রতিদিন সকল ভক্তবৃন্দের জন্য সার্বক্ষণিক প্রসাদ বিতরণ অব্যাহত আছে।