দলের নেতা কমী ও এলাকাবাসী ও স্বজনরা বলেন,এমপি লিটন হত্যার মধ্যদিয়ে সুন্দগঞ্জবাসী সৎ যোগ্য নেতৃত্বকে হারিয়েছে। একজন অভিভাবককে হারিয়েছে। আমরা মনে করি কর্নেল কাদের সহ হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামীর মৃত্যুদন্ড খুব দ্রুত কার্যকর করা হবে।
মহ্জুরুল ইসলাম লিটনের স্ত্রী খুরশিদ জাহান স্মৃতি বলেন,কর্নেল কাদের সহ সকল আসামীর শাস্তি দেখতে চাই। আর যেন কাউকে এভাবে হত্যা হতে না হয়। আমি আমার স্বামীকে শারিরীক ভাবে ফিরে পাবো না কখনো। কিন্তু তিনি মানষিক ভাবে আমার সাথে আছেন। এই হত্যার বিচারের মধ্য দিয়ে আমরা দেখতে চাই দেশে ন্যায় বিচার আছে।