পিরোজপুরের কাউখালীতে নাগরিক উদ্যোগের আয়োজনে ন্যায় বিচার প্রতিষ্ঠায় মানবাধিকার শিক্ষা ও শালিসী ব্যবস্থা প্রকল্পের অবহিত করন সভা বৃহস্পতিবার সকালে উপজেলা বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ খালেদা খাতুন রেখা’র সভাপতিত্বে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, মাহমুদ খান খোকন, সামসুদ্দোহা চান, দেলোয়ার হোসেন সিকদার, সমাজ সেবক আঃ লতিফ খসরু, নাগরিক উদ্্েযাগের প্রকল্প ব্যবস্থাপক মারুফিয়া নুর শিফা, কর্মসূচি কর্মকর্তা আবু নাসের মাসুদ, এরিয়া কর্মকর্তা উত্তম কুমার রায়, সহকারী এরিয়া কর্মকর্তা রকিবুল ইসলাম রনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আলী আজীম শরীফ, সমাজ সেবা কর্মকর্তা মহাসিন কবীর, বিআরডিবি কর্মকর্তা এস.এস আরিফুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শহিদুজ্জামান, সমবায় কর্মকর্তা জাহানারা বেগম, প্রেস ক্লাবের সভাপতি তারিকুল ইসলাম পান্ন প্রমূখ॥ এ ছাড়া নারী কর্মী, সাংবাদিক, সমাজসেক, ইমাম, পুরোহিত, সামাজিক, সাংস্কৃতিক ও গন্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।