রাজশাহীর গোদাগাড়ীতে ১৪ ডিসেম্বর শহীদ বৃদ্ধিজীবি ও ১৬ ডিসেম্বর মহান স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শিমুল আকতারের সভাপতিত্বে উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম উপস্থিত ছিলেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান আবদুল মালেক, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি ,উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ভারপ্রাপ্ত কমান্ডার অশোক কুমার চৌধুরী, গোদাগাড়ী মডেল থানার ওসি খায়রুল ইসলাম প্রমুখ।
সভায় দিবস দুটিতে যথাযোগ্য মর্যাদায় পালন করার বিষয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।