‘‘ হ্যালো আপনি কি কৃষক সুজিত ওরাও বলছেন? এবার আমন ধান সরকারি ভাবে ক্রয়ে লটারিতে আপনার নাম উঠেছে আপনি ভাগ্যবান’’। অপর প্রান্ত হতে ভেসে আসা কণ্ঠে শোনা গেলো, হ্যাঁ হামি কৃষক সুজিত ওরাও বলছি কিন্তু ধান দেবার খবর লটারিতে নাম উঠেছে তা বুঝতে পারেনি। পরক্ষণে খাদ্য কর্মকর্তা ভালোভাবে বুঝিয়ে দিলেন, সরকার এবার ধান ক্রয় করার জন্য কৃষকরা যাতে সত্যিকার অর্থে ধান দিতে পারে গুদামে তাই লটারির মাধ্যমে নির্বাচন করা হচ্ছে আপনার নাম লটারিতে উঠেছে। কৃষক সুজিত ওরাও বুঝেতে পেরে মহা খুশি। তিনি জানালেন এবার তিনি ৬ বিঘা জমিতে ধান চাষ করেছেন সেই ধান ঘরে তুলতে মাঠেই আছে তবে এমন খুশির খবরে আত্মহারা হয়ে বললেন, বাজারে ধানের নায্য দাম না পেয়ে এর আগে কতবার গুদামে দান দেবার চেষ্টা করেছি তবে পারিনি। এবার লটারিতে আমার নাম উঠাতে খুব ভালো লাগছে। ধান কাটা মাড়াই শেষে আমি সরকারকে ধান দেব।
লটারির তালিকা দেখে বৃহস্পতিবার নিজ অফিসে বসে শুধু সুজিত ওরাও কে নয় এমনি ভাবে লটারিতে নাম উঠা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার রিশিকুল ইউনিয়নের কৃষক নাইমুদ্দিন, গোদাগাড়ী পৌর এলাকার কৃষক নিজাম উদ্দীন মাদারপুর গ্রামের কৃষক আসাদুজ্জামনসহ বিভিন্ন কৃষকদের খুশির খবর টেলিফোন হতে ডায়াল করে কৃষকদের মোবাইলে জানাচ্ছিলেন গোদাগাড়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বিকাশ চন্দ্র।
ঠিক একই ভাবে প্রত্যেক কৃষক খাদ্য কর্মকর্তার টেলিফোনে খবর পেয়ে আশ্চর্য গেছেন খাদ্য গুদামে ধান দিতে পারছেন বলে। কেননা এর আগে সরকার কৃষকদের কাছ হতে ধান ক্রয়ের কথা বললেও কৃষকরা দলীয় নেতাদের প্রভাব আর সিন্ডিকেটের দাপটে ধান দেবার সুযোগ পাইনি বলে।
মাদারপুরের কৃষক আসাদুজ্জামান বলেন, আমি এর আগে কখনো খাদ্য গুদামে ধান দিতে পারিনি তবে এবার লটারিতে নাম উঠেছে তাতে খুব খুশি আমি এবার ধান দেব। সরকার এমন নিয়ম ঠিক রাখলে প্রকৃত কৃষক খাদ্য গুদামে দিতে পারবে বলে মনে করেন।
রিশিকুল ইউপির সৈয়দপুর গ্রামের কৃষক কাউসার আলী লটারির মাধ্যমে খাদ্য গুদামে ধান দেবার খবর টেলিফোনে পেয়ে বলেন, জীবনে কখনো খাদ্য গুদামে ধান দিতে পারিনি এবার প্রথম দেব। তবে তিনি বলেন আমি প্রায় ২০০ মন ধান জমি হতে পাবো আমরা কৃষক মাত্র একজন কে ২৫ মন করে ধান দেবার সুযোগ দিয়েছে এই পরিমাণ অতি নগন্য বলে দাবি করেন।
জানাগেছে, এবার আমন ধান ক্রয় মৌসুমে গোদাগাড়ী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস হতে উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে ২২ হাজার নিবন্ধিত কৃষকের তালিকা গেছে। আর এবার গোদাগাড়ী উপজেলায় সরকার মাত্র ২৫৯৮ মে.টন ধান ক্রয় করবে তাতে মাত্র ২৫৯৮ জন কৃষক ধান দিতে পারবে বাকি প্রায় ২ হাজার কৃষক বঞ্চিত হবেন।
কৃষকরা সরকারের প্রতি দাবি জানানা, সরকারি ভাবে ধান ক্রয়ের পরিমাণ বাড়ানো সেই সাথে ধানের বাজার গুলো সঠিক ভাবে মনিটরিং করা যাতে করে সকল কৃষক ধানের নায্য দাম পেতে পারে।
গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধান-চাল ক্রয় কমিটির সভাপতি মোঃ শিমুল আকতার বলেন, সরকারের নির্দেশনা মোতাবেক লটারির মাধ্যমে কৃষকদের নির্বাচিত করা হচ্ছে। এই প্রক্রিয়াতে কোন অনিয়ম হবার সুযোগ নেই। প্রকৃত কৃষক যাতে ধান দিতে পারে এইজন্য আমাদের সঠিক মনিটরিং থাকবে বলেও জানান।
সরকারি নির্দেশান অনুযায়ী এবার আমন ধান ২০ নভেম্বর হতে ক্রয় শুরু করেছে এবং তা চলছে ২৮ ফেব্রুয়ারী ২০২০ সাল পর্যন্ত।