গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে শুরু হযেছে ৩ দিন ব্যাপী সাউথ এশিয়ান এ্যাসোসিয়েশন অব ন্যাশনাল স্কাউট অরগানাইজেশনস-সানসো চীফ কমিশনার কনফারেন্স।
সার্কভুক্ত দেশসমূহ নিয়ে গঠিত, সাউথ এশিয়ান এ্যাসোসিয়েশন অব ন্যাশনাল স্কাউট অরগানাইজেশনস-সানসো চীফ কমিশনার কনফারেন্স বুধবার রাতে বাংলাদেশ স্কাউটস এর ব্যবস্থাপনায় আয়োজিত এ কনফারেন্সের শুভ উদ্বোধন ঘোষনা করেন বাংলাদেশ স্কাউটসের সভাপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ।
বাংলাদেশ স্কাউটস এর প্রধান জাতীয় কমিশনার মোজাম্মেল হক খানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে আরো বক্তব্য রাখেন, সানসোর চেয়ারম্যান ও বয় স্কাউটস অব পাকিস্তানের জাতীয় কমিশনার সরফরাজ কামার দাহা সহ অন্যান্য অতিথীবৃন্দ।
কনফারেন্সে ভুটান, পাকিস্তান, মালদ্বীপ, ভারত, আফগানিস্তান, নেপাল এবং বাংলাদেশের চীফ কমিশনারগণ সাউথ এশিয়ান এ্যাসোসিয়েশন অব ন্যাশনাল স্কাউট অরগানাইজেশনস-সানসো চীফ কমিশনার কনফারেন্সে অংশ গ্রহন করছেন। এই কনফারেন্সের মাধ্যমে স্কাউটিংয়ের উন্নয়নে যৌথভাবে বিভিন্ন স্কাউটিং কার্যক্রম বাস্তবায়নে করনীয় বিভিন্ন দিক নিয়ে আলোচনা এবং সানসো এর গঠনতন্ত্র ও করনীয় নির্ধারিত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার তৌহিদুল ইসলাম।
৩ দিন ব্যাপী আয়োজিত সানসো চীফ কমিশনার কনফারেন্স শুক্রবার শেষ হবে।