গাইবান্ধা ১ সুন্দরগঞ্জ আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন হত্যা মামলার রায়ে জাতীয় পাটির সাবেক সংসদ সদস্য কর্নেল কাদের খাঁনসহ ৭ আসামীকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। মৃত্যুদন্ড প্র্াপ্তরা হলেন কাদের খাঁনের পিএস শামছুজ্জোহা, গাড়ি চালক হান্নান, ভাতিজা মেহেদি, শাহীন ও রানা। পলাতক রয়েছে আসামি শ্রী চন্দন কুমার রায়। গাইবান্ধা জেলা ও দায়রা জজ দীলিপ কুমার ভৌমিক গতকাল তার আদালতে এ রায় প্রদান করেন।
২০১৬ সালের ৩১ ডিসেম্বর সন্ধ্যায় সুন্দরগঞ্জের বামনডাঙ্গার মাস্টারপাড়া নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন সাংসদ মঞ্জুরল ইসলাম লিটন। হত্যাকান্ডের পর থেকে গরম হয়ে উঠে সুন্দরগঞ্জ সহ গাইবান্ধা। অপরাধীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে দফায় দফায় চলতে থাকে মিছিল মিটিং। পোষ্টার ব্যানারে ছেয়ে যায় সুন্দরগঞ্জ। এ ঘটনায় ঐদিন সন্ধায় প্রথমে অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে সুন্দরগঞ্জ থানায় মামলা করে লিটনের বড় বোন ফাহমিদা বুলবুল কাকুলী। তদন্ত শেষে জাতীয় পার্টির সাবেক এমপি কাদের খাঁনসহ ৮ জনের বিরদ্ধে ২০১৭ সালের ৩০ এপ্রিল আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। ২০১৭ সালের ২১ ফেব্রয়ারী বগুড়ার বাসা থেকে গ্রেফতার করা হয় কাদের খানকে। গ্রেফতারের পর থেকে কাদের খাঁন গাইবান্ধা জেলা কারাগারে রয়েছেন। এ ছাড়া আসামি কাদের খাঁনের পিএস শামছুজ্জোহা, গাড়ি চালক হান্নান, ভাতিজা মেহেদি, শাহীন ও রানা জেলা কারাগারে রয়েছেন। শ্রী সুবল চন্দ্র রায় কারাগারে মারা যায়। পলাতক রয়েছে শ্রী চন্দন কুমার রায়। লিটন হত্যার ঘটনায় দায়ের হওয়া অস্ত্র আইন মামলায় গত ১১ এপ্রিল আবদুল কাদের খাঁনকে যাবজ্জীবন কারাদ›েডর আদেশ দেয় আদালত।
আলোচিত এ মামলার ২০১৮ সালের ৮ এপ্রিল প্রথম দফায় আদালতে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শুরু হয়। বাদি, নিহতের স্ত্রী ও তদন্ত কর্মকর্তাসহ এ পর্যন্ত ৫৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছে আদালত। গত ৩১ অক্টোবর মামলার সাক্ষী গ্রহণ কার্যক্রম শেষ হয়। ২০১৮ সালের ৭ ফ্রেরুয়ারী অভিযুক্তদের বিরদ্ধে অভিযোগ গঠন করে আদালতে বিচার কার্যক্রম শুরু হয়। পরে পর্যায়ক্রমে কারাগারে থাকা আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানী হয় আদালতে। মাত্র ২২ কার্য দিবসে এই হত্যা রায় ঘোষনা করা হলো।
এই মামলায় বাদী পক্ষের সরকারী আইনজীবী শফিকুল ইসলাম সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসী পক্ষের আইনজীবী মঞ্জুর মোর্শেদ বাবু এই রায়ে মোটেও সন্তুষ্ট নয তিনি বলেন মামলায় রায়ে অনেক অসঙ্গতি রয়েছে। আমারা এই রায়ের বিপক্ষে উচ্চতর আদালতে যাব।
এই হত্যা মামলার রায়কে ঘিরে সকাল থেকেই আদালত পাড়ায় কঠর নিরাপত্তা বলয়ে আইনশৃঙ্খলা বাািহদের সতর্ক রাখা হয়। আদালত পাড়ায় সকলের শরির তল্লাসী করে ভিতরে ঢোকান হয্। রায়ের পর আদালতের বারান্দাতেই রায় কার্যকরে লিটন সমর্থকদের মিছিল করতে দেখা গেছে।