আশাশুনি থানা পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানার পলাতক আসামীসহ ৫ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার সকালে আদালতে প্রেরন করা হয়েছে।
আশাশুনি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুস সালাম এর নেতৃত্বে পিএসআই সঞ্জীব সমদ্দার অভিযান চালিয়ে নিয়মিত মামলা ৩.২১১, ১৯ এর আসামী গোয়ালডাঙ্গা গ্রামের মৃত আনছার আলির পুত্র আহমেদ আলীকে গ্রেফতার করেন। এসআই বিজন কুমার সরকার নিয়মিত মামলা ২৪.০৮.১৯ এর আসামী শ্রীধরপুর গ্রামের আলহাজ¦ ইব্রাহিম গাজীর পুত্র সেলিম রেজা ওরফে শাওনকে, এএসআই নাজিম উদ্দীন জিআর ১৩৯/১৩,৫৪/১৪, ১৭২/১৫, ১৪৮/১৫, ৫৩৬/১৬, সিআর-৭৭/১৯ আসামী বড়দল গ্রামের মৃত মহর আলি ঢালীর পুত্র সুরত আলী ঢালীকে, এএসআই রিয়াজ উদ্দীন নাঃ শিঃ ৪৪/১৮ আসামী তুয়ারডাঙ্গা গ্রামের মোজাহার সরদারের স্ত্রী আজিমন বিবিকে এবং এএসআই মিলন হোসেন পৃথক অভিযানে সিআর ১৮৩/১৯ আসামী মহাজনপুর গ্রামের মৃত ইঞ্জিন সরদারের পুত্র রহমত সরদারকে গ্রেফতার করেন।