আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের আরার গ্রামে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে।
আরার গ্রামের দ্বীন মোহাম্মদ মালীর পুত্র রবিউল ইসলাম মঙ্গলবার (২৭ নভেম্বর) দিবাগত রাত্র আড়াইটার দিকে ঘুম থেকে উঠে মৎস্য ঘেরে চলে যান। তার স্ত্রী পুনরায় ঘুমিয়ে পড়লে সংঘবদ্ধ চোরেরা কৌশলে বাইরে থেকে ঘরের দরজা খুলে ঘরে ডুকে স্ত্রীর গলা চেপে ধরে হত্যার হুমকী দিয়ে, চেচামেচি না করতে হুঁশিয়ার করে দেয়। এরপর তারা ঘর থেকে একটি এলইডি টিভি নিয়ে ঘর থেকে তাকে বের না হতে বলে কেটে পড়ে। একই রাতে একই গ্রামের আকিম উদ্দিন সরদারের পুত্র আক্তারের বাড়িতে গিয়ে চোরেরা বাইরে থেকে ঘরের দরজার শেকল আটকে দেয়। এরপর অন্য ঘর থেকে মৎস্য ঘের থেকে এনে রাখা মাছ চুরির চেষ্টা করছিল। বাড়ির লোকজন জানতে পারলে তারা মাছ না নিয়ে দ্রুত কেটে পড়ে।
এক সপ্তাহ আগে ডাঃ রফিকুলের বাড়িতেও চুরির ঘটনা ঘটে। জানতে পেরে বাড়ির লোকজন তাড়া করলে চোরেরা পালিয়ে গিয়েছিল।