আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ, নারী ও শিশুর উপর ধর্ষণ ও সকল যৌন সহিংসতার বিরুদ্ধে নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে আমরাই পারি পাবারিক নির্যাতন প্রতিরোধ জোট, জেলা এ্যালাইন্স এর উদ্যোগে রংপুর প্রেসেক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সুজন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন। আমরাই পারি জেলা জোটের সভাপ্রধান অধ্যক্ষ ফখরুল আনাম বেঞ্জুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পল্লীশ্রী রংপুর ইউনিটের প্রকল্প ব্যবস্থাপক মোস্তফা কামাল, নারীনেত্রী ফাতেমা ইয়াসমিন ইরা হক, বেরোবি চেঞ্জ মেকার কাজী মুসফিরাত, সরকারী কলেজের মিন্টু, শুভ সংঘ সাধারণ সম্পাদক গোলাম সারওয়ার রাব্বি, বাংলার চোখ সংগঠনের এসএম সুমন, আমরাই পারি সংগঠনের আকাশ, জেলা জোটের সদস্য রাশেদা, মঞ্জুয়ারা, ইউনিসেফ বাংলাদেশ রংপুর প্রতিনিধি কামরুল ইসলাম, বেগোম রোকেয়া সরকারী কলেজের স্টুডেন্ট ফোরামের সভানেত্রী রেজওয়ানা, সুঞ্চিতা, পল্লীশ্রী রংপুর ইউনিটের রোকনুজ্জামান বাদল প্রমুখ। সভা পরিচালনা করেন পল্লীশ্রী রংপুর ইউনিটের ও জোটের সদস্য দেলোয়ার হোসেন।