রংপুর মহানগরীর আদর্শ উচ্চবিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনে চতুর্থ তলার প্রথম তলার উদ্বোধন করেন রংপুর সদর- ৩ আসনের সংসদ সদস্য রাহ্গির আল মাহি সাদ এরশাদ। বুধবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাদ এরশাদ এর সহধর্মিনী মাহিমা সাদ এরশাদ। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এবং রংপুর জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ¦ আবদুর রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন সাবেক এমপি নুরুল ইসলাম ওমর, জেলা জাপার যুগ্ম সম্পাদক সাফিউর রহমান সাফি, ২১নং ওয়ার্ড কাউন্সিলর মাহ্বুবার রহমান মঞ্জু, শিক্ষা প্রকৌশলের নির্বাহী প্রকৌশলী আসাদুজ্জামান, সহকারী প্রকৌশলী আবু তাহের। স্বাগত বক্তব্য রাখেন আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর আলম খোকন।