রেঞ্জ ডিআইজি অফিসের সম্মেলন কক্ষে রংপুর বিভাগের ২০১৯ সালের অক্টোবর মাসের ‘মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা’ অনুষ্ঠিত হয়। সভায় অত্র রেঞ্জের অক্টোবর মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনাসহ আইন-শৃঙ্খলা ও অপরাধ বিষয়ক আলোচনা সভা’ অনুষ্ঠিত হয়।
রংপুর রেঞ্জের মাননীয় ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, বিপিএম সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ ইকবাল হোসেন, পিপিএম-সেবা, ঠাকুরগাঁও এর পুলিশ সুপার মোহাঃ মনিরুজ্জামান, পিপিএম, আরআরএফ, রংপুরের কমান্ড্যান্ট (এসপি) মোঃ মেহেদুল করিম, পিপিএম-সেবা, রংপুর রেঞ্জ দপ্তরের পুলিশ সুপার মোহাম্মদ এনামুল হক, রংপুরের পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার, বিপিএম (বার), পিপিএম, লালমনিরহাটের পুলিশ সুপার এস এম রশিদুল হক, পিপিএম, কুড়িগ্রামের পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম, নীলফামারীর পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন, পিপিএম, অত্র রেঞ্জ দপ্তরের পুলিশ সুপার মোঃ আবদুল লতিফ, পঞ্চগড়ের পুলিশ সুপার মোহাম্মদ মোহাম্মদ ইউসুফ আলী, গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, দিনাজপুরের পুলিশ সুপার জনাব সৈয়দ আবু সায়েম, বিপিএম, পিবিআই, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আকতার হোসেন, সিআইডি’র সহকারি পুলিশ সুপার তানভীর হাসান, হাইওয়ে পুলিশের সহকারি পুলিশ সুপার মোঃ জাহিদুর রহমান চৌধুরী এবং অত্র রেঞ্জ দপ্তরের সহকারি পুলিশ সুপার (অপরাধ) এ, বি, এম জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।