রংপুর জেলা ও মহানগর আওয়ামী লীগকে আরো সু-সংগঠিত করার ঘোষণা দিয়েছে দলের নব-নির্বাচিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক। সকল বিভেদ ভুলে যে কোন মূল্যে প্রধানমন্ত্রীর উন্নয়ন ভিশনকে সাধারণ মানুষের কাছে তুলে ধরে রংপুরকে আওয়ামী লীগের পাকাপোক্ত ঘাঁটি হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
বুধবার দুপুরে রংপুর নগরীর বঙ্গবন্ধু ম্যুরালে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন সদ্য নির্বাচিত জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা।
এসময় দলের সকলকে ঐক্যবদ্ধ থেকে স্বাধীনতা বিরোধি রাজনৈতিক অপশক্তির ষড়যন্ত্রের ব্যাপার সজাগ থাকার পরামর্শ দেন। নেতারা বলেন, রংপুরের উন্নয়ন তরান্বিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়ের বিকল্প কেউ নেই। আগামীতে রংপুরের সবকটি সংসদীয় আসন নৌকার হবে। রংপুরবাসী প্রধানমন্ত্রীকে নৌকার বিজয় উপহার দেওয়ার জন্য তৈরি আছে।
রংপুর জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুলের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, মহানগর আওয়ামী লীগের সভাপতি সাফিয়ার রহমান সফি, সাধারণ সম্পাদক তুষার কান্তি মন্ডল।
এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সুযোগ্য সন্তান সজীব ওয়াজেদ জয়ের মাধ্যমে উন্নয়নের মডেল রংপুর গড়ার জন্য আওয়ামী লীগের পতাকাতলে এসে সকলকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।
এরআগে নগরীর বেতপট্টিস্থ দলীয় কার্যালয় থেকে একটি বর্ণিল আনন্দ শোভাযাত্রা গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সকলে জিলা স্কুল মোড় চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে এক মিনিটের নিরবতা পালন করেন।
এসময় রংপুর জেলা ও মহানগর আওয়ামীলীগসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।