রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে দ্বিতীয় দিনের মত সব ধরণের ক্লাস ও পরীক্ষা বর্জন করাসহ রোগীদের চিকিৎসকরা সেবা দেয়া থেকে বিরত আছেন নার্স, ইন্টার্ণ চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীরা।
এতে অস্থিতিশীল হয়ে উঠেছে রমেক হাসপাতাল। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট এই পরিস্থিতিতে কাঙ্খিত চিকিৎসা সেবা না পেয়ে চরম দূর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ রোগিরা।
বুধবার দুপুরে হাসপাতাল ঘুরে এমন চিত্র দেখা গেছে। সম্প্রতি নার্স ও ইন্টার্ণ চিকিৎসকের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র ধর্মঘট-বর্জনের পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছেনার্স, ইন্টার্ণ চিকিৎসক ও সাধারণ শিক্ষার্থীরা।
এদিকে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতকরা নার্স ও ইন্টার্ণ চিকিৎসকের সাথে হাতাহাতির ঘটনার সুষ্ঠু তদন্তের দাবিতে সকালে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সম্মুখে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
মানববন্ধন সমাবেশে থেকে পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সবধরণের ক্লাস, পরীক্ষা বর্জন এবং ইন্টার্ণ চিকিৎসকরা সেবা দেয়া থেকে বিরত ঘোষণা দেন রমেক হাসপাতালের সাধারণ শিক্ষার্থী ও ইন্টার্ণ চিকিৎসকরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- রমেক হাসপাতালের ডেন্টাল ইউনিটের সহকারি রেজিস্ট্রার ডা. আরিফুল মওলা, ডা. ফেরদৌসি সুলতানা, ডা. আব্দুল্লাহ্ আল মামুন, ডা. ইসরাতুল জান্নাত, ডা. মাহবুব আকতারী, ডা. আশিকুল বারী, ডা. মণিকা রায় প্রমুখ।
জানা গেছে, সোমবার (২৫ নভেম্বর) সকালে এক রোগিকে ইনজেকশন দেয়ার সময়একজন নার্সের হাত থেকে কয়েক ফোঁটা (ডিস্টিল ওয়াটার) পানি এক ইন্টার্ণ চিকিৎসকের শরীরে ছিটকে পড়ে। এ নিয়ে উভযয়ের মধ্য বাকবিতন্ডার একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। কর্তৃপক্ষের তাৎক্ষণিক হস্তক্ষেপে ঘটনার মিমাংসা করা হয়। কিন্তু মঙ্গলবার (২৬ নভেম্বর) ওই ঘটনার জের ধরে নার্সদের একটি গ্রুপ তাদের ওপর হামলা করে বলে অভিযোগ ইন্টার্ণদের।
তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নার্স ও ইন্টার্ণ চিকিৎসকরা পাল্টাপাল্টি হামলার অভিযোগ নিয়ে পরিচালকের কার্যালয় ঘেরাও করে। বিষয়টি সমঝোতায় আনতে মঙ্গলবার দুপুরে ইন্টার্ন চিকিৎসক, স্টাফ নার্সদের নেতৃবৃন্দের সঙ্গে দায়িত্বপ্রাপ্ত পরিচালক ডা. শাহাদৎ হোসেন ও রংপুর মেডিকেল কলেজের (রমেক) অধ্যক্ষ ডা. নুরুন্নবী লাইজুসহ প্রশাসনিক কর্মকর্তাদের সমঝোতা বৈঠক হয়। দুপুর ২টা পর্যন্ত বৈঠকে কোনো সমঝোতা ছাড়াই অমিমাংসিতভাবে শেষ হয়।
বুধবার আবারও তাদের মধ্যে বৈঠক হওয়ার কথা থাকলেও বেলা একটা পর্যন্ত বৈঠক শুরুর কোন সংবাদ পাওয়া যায়নি।