গাজীপুরের কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি মেহের আফরোজ চুমকি এমপি ও সাধারণ সম্পাদক আবু বকর চৌধুরী দলীয় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর পরিবারসহ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। পরে বেলা সাড়ে বারোটার দিকে সভাপতি ও সাধারণ সম্পাদক দলীয় নেতাকর্মীদের নিয়ে বনানী শহীদ ময়েজউদ্দিন ও বিলকিস ময়েজউদ্দিনের কবরে পুষ্প অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল গণি ভূইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, গাজীপুর জেলা পরিষদের সদস্য তাসলিমা রহমান লাভলী, জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান খান ফারুক মাষ্টার, জাঙ্গালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সারোয়ার হোসেন, মোক্তারপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আলমগীর হোসেন, তুমলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী সালাউদ্দিন, কালীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি অঅলহাজ¦ এসএম রবিন হোসেন, সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলাম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক কাজী হারুন-অর-রশিদ টিপুসহ দলীয় অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।