গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের হোগলাকান্দি এলাকায় দাবীকরা আড়াই লাখ টাকা চাঁদা না পেয়ে এক গৃহবধুকে মারধর ও তাঁর প্রতিবাদ করায় গৃহ বধুর বাবা স্থানীয় ইউনিয়ন পরিষদের আট নম্বর ওর্য়াডের সাবেক সদস্য আমিরুল ইসলামকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে প্রাণে মেরে ফেলার হুমকির অভিযোগ পাওয়া গেছে একই গ্রামের উঠতি সন্ত্রাসী রাজিব হোসেন, জাহিদ মিয়া ও মো: রায়হানের বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে দুই দফায় মঙ্গলবার সন্ধ্যা ও বুধবার ভোরে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোগলাকান্দি গ্রামের জসীমউদ্দিনের খরিদ সূত্রে মালিকানায় বাড়ির পাশের সড়ক লাগোয় জায়গায় দোকান ঘর নির্মাণ করার কারণে একই গ্রামের আনোয়ার হোসেনের ছেলে রাজিব হোসেন,আতাবর মিয়ার ছেলে জাহিদ মিয়া ও নাজমুল মিয়ার ছেলে রায়হানের নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী জসীম উচিদ্দনের স্ত্রী রুমা বেগমের কাছে আড়াই লাখ টাকা চাঁদা দাবী করে আসছিল।
গত মঙ্গলবার সন্ধ্যায় দাবীকৃত চাঁদা দিতে অস্বীকার করায় উল্লিখিত সন্ত্রাসী দলের সদস্যরা নির্মাণাধীন দোকানের পাশে রুমাকে মারধর করে।
এ খবর জানতে পেয়ে রুমার বাবা আমিরুল ইসলাম প্রতিবাদ করলে স্থানীয় মসজিদের পাশে রাজিব ও জাহিদ আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে দেখে নেয়াসহ প্রাণ নাশের হুমকি দেয়।
এ বিষয়ে ওই রাতেই রুমা বাদী হয়ে গজারিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযান চালিয়ে জাহিদের ভাড়া বাসার কক্ষ থেকে একটি চাপাতি ও হকিস্টিক উদ্ধার করে।
এই ঘটনার জের ধরে বুধবার ভোরে অভিযোগকারিনী রুমার একই গ্রামের মামা বাড়িতে হামলা চালিয়ে দুই রাউন্ড ফাকা গুলি ছোড়ে আতঙ্কের সৃষ্টি করে অস্ত্রধারী সন্ত্রাসী দল।
গজারিয়া থানার এস আই মো: হাবিবুর রহমান লিখিত অভিযোগ প্রাপ্তির কথা নিশ্চিত করে বুধবার বিকালে জানান, অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে অভিযান পরিচালনা করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।