বিগত বিএনপি-জামায়াতের চারদলীয় জোট সরকারের সময়কার জাতীয় সংসদের সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামালকে দুর্নীতি দমন কমিশনের মামলায় অব্যাহতি দেওয়ার আদেশ কেন বাতিল করা করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট। একইসাথে তাকে নিন্ম আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে।
নিন্ম আদালতের দেওয়া অব্যাহতির আদেশ বাতিল চেয়ে দুদকের করা আবেদনের শুনানি নিয়ে বুধবার বিচারপতি মোঃ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দিয়েছেন।
আদালতে দুদকের পক্ষের আইনজীবী খুরশীদ আলম খান জানান, দুঃস্থদের চাল আত্মসাতের মামলায় গত অক্টোবর মাসে নিন্ম আদালত সাবেক হুইপ শহিদুল হক জামালকে অব্যাহতি দেন। এ অব্যাহতির আদেশের বিরুদ্ধে দুদক হাইকোর্টে আবেদন করে। এ আবেদনের শুনানি নিয়ে রুল জারি করা হয়। একইসাথে তাকে নিন্ম আদালতে আত্মসমর্পণ করতে বলা হয়েছে। আত্মসমর্পণের পর জামিনের বিষয়টি বিবেচনাও করতে বলেছেন হাইকোর্ট।
সূত্রমতে, বিএনপি-জামায়াত জোট সরকারের শেষ মুহুর্তে ২০০৬-২০০৭ অর্থবছরে ঈদের আগে দুঃস্থদের জন্য বরাদ্দ করা চাল তাদের মধ্যে বিতরণ না করে আত্মসাৎ করার অভিযোগে ২০০৯ সালে ২৫ জুন দুদকের সহকারী পরিচালক আবদুর রহিম জোয়াদ্দার বাদি হয়ে বরিশালের বানারীপাড়া থানায় পৃথক ২০টি মামলা দায়ের করেন।
ওই মামলাগুলোতে সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামালকে প্রথমে আসামি করা না হলেও এসব মামলায় বানারীপাড়ার চাখারের তৎকালীন ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা ইদ্রিস আলী সরদার ও উপজেলার বিভিন্ন ইউনিয়নের ১৯ জন ইউপি সদস্যসহ সাবেক হুইপ সৈয়দ শহিদুল হক জামালকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। চার্জশীটে প্রতিটি মামলায় (২০টি) সৈয়দ শহিদুল হক জামালকে আসামি করা হয়েছে।
সূত্রে আরও জানা গেছে, চার্জশিট গ্রহণের শুনানি শেষে চলতি বছরের ২৩ সেপ্টেম্বর সৈয়দ শহিদুল হক জামালকে অব্যাহতি দিয়ে বরিশালের বিভাগীয় স্পেশাল জজ আদালতের বিচারক মোঃ মহাসিনুল হক ২০মামলার অপর আসামি চাখারের সাবেক ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইদ্রিস আলী সরদার, বিএনপি নেতা ও সাবেক ইউপি সদস্য নুরুল হক কালু, সফিকুল হক সুমন, আবদুর রশিদ, বারেক মৃধা, রহমান ফরাজী, নজরুল ইসলাম, আলতাফ হোসেন, মনোজ কুমার, পরিতোষ, সুকুমার বৈরাগী, নিরোদ হালদার, আতিকুর রহমান, দুলাল হোসেন, জাকির হোসেন, বিএনপি নেত্রী ও সাবেক নারী ইউপি সদস্য শারমিন জাকিয়া, খাদিজা বেগম, শিরিন বেগম ও জাহানারা বেগমের বিরুদ্ধে অভিযোগ গঠণ করেন।