মুলাদীতে প্রিন্স হত্যা মামলার বাদীর বিরুদ্ধে মামলা না করায় হামলা চালিয়ে একজনকে আহত করেছে আসামীরা। বুধবার সকাল ৯টার দিকে মুলাদী উপজেলার সীমান্তবর্তী কালকিনি উপজেলার মোল্লারহাট বাজারে প্রিন্স হত্যা মামলার প্রধান আসামি আনোয়ার হোসেন চুন্নুর নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে মোস্তফা হাওলাদারকে আহত করে। মোস্তফা হাওলাদার মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের চরআলিমাবাদ গ্রামের মৃত কাসেম হাওলাদারের ছেলে। জানাগেছে ২০১৮ সালের ৯মার্চ ফসলি জমির মধ্য দিয়ে রাস্তা নির্মাণের প্রতিবাদ করতে গিয়ে নাজিরপুর ইউনিয়নের নেছার সিকদারের ছেলে আবুল বাশার প্রিন্স খুন হয়। ওই ঘটনার পরদিন প্রিন্সের পিতা বাদী হয়ে মোহাম্মাদ হাওলাদারের পুত্র আনোয়ার হোসেন চুন্নু হাওলাদারসহ ৮/১০জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলা থেকে অব্যহতি পেতে আসামিরা বিভিন্ন কৌশল অবলম্বন করে এবং নিজেদের ঘর পুড়িয়ে প্রিন্সের পিতার নামে মামলা করার অপচেষ্টা চালায়। চলতি বছর ১জুন রাতে প্রিন্স হত্যা মামলার আসামিরা চরআলিমাবাদ গ্রামের মোস্তফা হাওলাদারের ঘরসহ ৪টি ঘর পুড়িয়ে দিয়ে তাদেরকে মামলা করতে বলে। কিন্তু মোস্তফা হাওলাদার মিথ্যা মামলা দায়ের করতে অস্বীকৃতি জানিয়ে আসছিলো। এতে চুন্নু হাওলাদার ক্ষিপ্ত হয়ে মোস্তফাকে দেখে নেওয়ার হুমকি দেয়। বুধবার সকালে মোস্তফা হাওলাদার বাড়ি থেকে পার্শ্ববর্তী কালকিনি থানার মোল্লারহাট বাজারে গেলে চুন্নু হাওলাদার, ওয়াবদুল খান, খবির খান, মাসুদ খানের নেতৃত্বে ১৫/১৬জন সন্ত্রাসী দেশিয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় এবং এলোপাতাড়ি পিটিয়ে মোস্তফা হাওলাদারের হাত ভাঙ্গাসহ মারাতœক আহত করে। মোস্তফার ডাকিচৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে মুলাদী হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মোস্তফা হাওলাদারের পরিবার আনোয়ার হোসেন চুন্নুসহ ১৬জনকে আসামি করে কালকিনি থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন। এ ব্যাপারে কালকিনি থানার কর্মকর্তা ইনচার্জ মোঃ নাসির উদ্দীন মৃধা জানান মোল্লারহাট বাজারে হামলার ঘটনা শুনেছি। লিখিত অভিযোগ পাওয়ার পরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।