“নারী-পুরুষ সমতা, রুখতে পারে সহিংসতা” এই প্রতিপাদ্য বাগেরহাটে নারী ধর্ষণ ও শিশু নির্যাতন বন্ধ ও ন্যায় বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) সকালে বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগীতায় ও বাঁধন মানব উন্নয়ন সংস্থার উদ্যোগে এই মানববন্ধন হয়। মানববন্ধনে বক্তব্য দেন, সাংবাদিক আরিফুল ইসলাম, উন্নয়ন কর্মী মির্জা তহমিনা আক্তার, খন্দকার মুশফিকুল ইসলাম, স্বদেশ মল্লিক, তানজিম আহমেদ, আবু সাইদ, সোলাইমান ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, দেশ ব্যাপী নারী ধর্ষণ ও শিশু নির্যাতনের মত নৃশংস ঘটনা ঘটছে। দ্রুততম সময়ের মধ্যে ধর্ষণ ও নির্যাতনের সুষ্ঠ বিচার করতে হবে। ভবিষ্যতে যাতে এ ধরণের হত্যাকান্ড না ঘটে এজন্য সকলকে সতর্ক থাকতে হবে। সকল অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান বক্তারা।