বাগেরহাটে এইচআইভি-এইডস প্রতিরোধ কল্পে বিভিন্ন শ্রেনি পেশার মানুষদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে বাগেরহাট সিভিল সার্জনের সম্মেলন কক্ষে লাইট হাউস বাগেরহাটের আয়োজনে এ মতবিনিময় সভা হয়। ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডাঃ পুলক দেবনাথের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন, তিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামরুল ইসলাম, বাগেরহাট মডেল থানার ওসি তদন্ত ফকির পান্নু মিয়া, লাইট হাউস বাগেরহাট সেন্টার ম্যানেজার মোঃ জিয়াউল হক প্রমুখ। সভায় স্থানীয় জন প্রতিনিধি, ইমাম, সাংবাদিক, আইনজীবী সহ বিভিন্ন পেশার প্রতিনিধি উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বাগেরহাট জেলায় এইচআইভি-এইডস এর ঝুঁকি অনেক বেশি। এমএসএম ও হিজড়াদের মধ্যে এইচআইভি-এইডস ঝুঁকি হ্রাস করা এবং তাদের মানবাধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার জন্য সরকারের পাশাপাশি সকল ব্যক্তি-প্রতিষ্ঠানের সহায়তা প্রয়োজন। মানুষ এইচআইভি বিষয়ে সতেচন, লাইট হাউসের সাথে সরকারী প্রতিষ্ঠান সমাজসেবা ও অন্যান্য প্রতিষ্ঠান এমএসএম-হিজড়াদের নিয়ে কাজ করলে স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠানে ও ব্যক্তি পর্যায়ে এইচআইভি প্রতিরোধ কার্যক্রকে ইতিবাচক দৃষ্টিতে দেখার আহবান জানান বক্তারা।