বাংলাদেশ আওয়ামী লীগ বোদা উপজেলা শাখার ত্রি-বার্ষিকী সম্মেলনে পুনরায় সভাপতি এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা, সাধারণ সম্পাদক ফারুক আলম টবি নির্বাচিত হয়েছেন। গত মঙ্গলবার বোদা মহিলা মহাবিদ্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর বেলুন উড়িয়ে দুপুরে ত্রি-বার্ষিকী সম্মেলনের উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী ও পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. নুরুল ইসলাম সুজন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. ওয়াহিদুুজ্জাান সুজার সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তারা বক্তব্য রাখেন পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার সাদাত স¤্রাট। সম্মেলনে সাংগঠনিক রির্পোট পেশ করেন উপজেলা আওযামীলীগের সাধারন সম্পাদক ফারুক আলম টবি। সম্মেলনের প্রথম অধিবেশনের পরে দ্বিতীয় কাউন্সিল অধিবেশনে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রী এ্যাড. নরুল ইসলাম সুজন। দ্বিতীয় কাউন্সিল অধিবেশনে সমঝোতায় পুনরায় সভাপতি নির্বাচতি হয়েছেন বোদা পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি।