ইভটিজিং, বাল্য বিবাহ, যৌতুক, মাদকাশক্তি,জঙ্গিবাদ ও অ্যাসিড সন্ত্রাস বিরোধী পিকেএসএফ’র ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মসূচীর আওতায় পঞ্চগড় জেলাব্যাপী মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)এর সহায়তায় ইকো-স্যোশাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও)’র বাস্তবায়নে বুধবার উপজেলার সর্দারপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে কৈশোর কর্মসুচীরর উদ্যোগে কিশোর কিশোরীদের বয়ঃসন্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বোদা উপজেলার স্বাস্থ্য কম্েপ্লক্স এর সহকারী মেডিকেল কর্মকর্তা ডাঃ সামিউন নাহার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন (ইএসডিও)’র প্রোগ্রাম কর্মকর্তা মোঃ মামুন মাসুদ করিম। সভাপতিত্ব করে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ বাবুল হোসেন। এ সময় উপস্থিত ছিলেন বোদা মহিলা মহিলা মহাবিদ্যালয়ের প্রভাষক আবু হেনা মোঃ মোমিনুল ইসলাম কাজল, ওই বিদ্যালয়ের শিক্ষাথী, শিক্ষকমন্ডলী ও সুধীজনরা।
উল্লেখ, স্কুল ফোরাম কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হানিফা আক্তার, কৈশোর প্রশিক্ষক শিলা আক্তার বয়ঃসন্ধি বিষয়ক কার্যক্রম সম্পকে সকলকে অবহিত করেন।