পঞ্চগড়ের বোদায় বিনামূল্যে গম বীজ ও সার বিতরণ কার্যক্রম এর উদ্বোধন করা হয়েছে। বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গম বীজ ও সার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রেলপথমন্ত্রী এ্যডঃ মোঃ নূরুল ইসলাম সুজন এমপি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান এর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন অর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবু হানিফ, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি ও পৌর মেয়র এ্যাড. ওয়াহিদুজ্জামান সুজা। উল্লেখ, ২০১৯-২০ অর্থ বছরের রবি ও খরিপ-১ মৗসুমে প্রনোদনা কর্মসুচির আওতায় উপজেলার ১টি পৌরসভা, ১০টি ইউনিয়নের ৩৯০০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে বিভিন্ন বীজ ও সার দেওয়া হচ্ছে। তালিকাভুক্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে প্রতিজন কৃষক ১ বিঘা জমির জন্য প্রনোদনা সুবিধা পাবেন। প্রতিজন বিঘাপ্রতি বীজ সহ ২০ কেজি ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার পাবেন।