সাতক্ষীরার কলারোয়ায় ৫০পিচ ইয়াবা ট্যাবলেটসহ জসিমউদ্দিন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। সে উপজেলার বোয়ালিয়া গ্রামের আজগর আলী গাইনের ছেলে। বুধবার সকালে কলারোয়া থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাজিব হোসেন জানান-মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই ইস্রাফিল ও এএসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় জসিমউদ্দিন কে তার বাড়ীর পাশে রাস্তার উপর থেকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ৫০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। যার বাজার মুল্য প্রায় ১০ হাজার টাকা। এ ঘটনায় কলারোয়া থানায় তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা নং-৩১(১১)১৯হয়েছে। থানার পুলিশ পরিদর্শক তদন্ত রাজিব হোসেন আরো জানান-আটককৃত জমিসউদ্দিনের বিরুদ্ধে ৫টি মাদক মামলা রয়েছে। সে উপজেলার বোয়ালিয়া গ্রামের মাদক স¤্রাট চামড়া মনিরের সহযোগি।