জাতীয় পাটির চেয়ারম্যানের সমবায় বিষয়ক উপদেষ্টা পদে গোবিন্দগঞ্জ জাতীয় পার্টির সভাপতি সাবেক তিন বারের সংসদ সদস্য আলহাজ¦ লুৎফর রহমান চৌধুরী প্রেস এ- পলিটিক্যাল সেক্রেটারী স্বাক্ষরিত নিয়োগ পত্র পেয়েছেন।
গত ২৬-১১-১৯ইং তারিখে জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস এ- পলিটিক্যাল সেক্রেটারী সুনীল শুভরায় স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে গোবিন্দগঞ্জ জাতীয় পার্টির সভাপতি সাবেক তিন বারের সংসদ সদস্য আলহাজ¦ লুৎফর রহমান চৌধুরী প্রেস এ- পলিটিক্যাল সেক্রেটারী স্বাক্ষরিত নিয়োগ পত্র পেয়েছেন। গত বুধবার এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ও গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি আবদুর রশিদ সরকার। আরও উপস্থিত ছিলেন উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আবদুল গণি সরকার, জাতীয় পার্টির পৌর শাখার সভাপতি মোঃ আবদুল মান্নান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মোঃ ঠান্ডা মিয়া, শাখাহার ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক লিটু চৌধুরী প্রমুখ।