বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন ও ইনডেজিলিনাস পিপলস ডেভেলপমেন্ট সোসাইটি ( আইপিডিএস) এর যৌথ উদ্দ্যোগে চা শ্রমিকদের জন্য নেতৃত্ব ও মানবাধিকার ( লিডারশীপ এণ্ড হিউম্যান রাইটস) বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালায় লস্করপুর টি ভ্যালীর চা শ্রমিক ইউনিয়নের কার্যকরী পরিষদের অন্তর্গত বিভিন্ন চা-বাগানের বাগান পঞ্চায়েত ও শ্রমিক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অন্তর্গত লস্করপুর ভ্যালী কার্যকরী পরিষদের কার্যালয়ে আজ সকাল ১০ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত এ কর্মশালা চলে।
কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্হিত ছিলেন আইপিডিএস-এর প্রজেক্ট কো-অর্ডিনেটর রিপন বাড়াই।
আরো উপস্হিত ছিলেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রাম ভজন কৈরি, সহ-সভাপতি পংকজ কন্দ, যুগ্ম সাধারন সম্পাদক নিপেন পাল ও লস্করপুর ভ্যালি কমিটির সভাপতি রবীন্দ্র ঘোল।