সম্প্রতি ভারতের বিভিন্ন প্রদেশে জাতীয় নাগরিক তালিকা (এনআরসি) তৈরির কারণে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশে বেড়ে গেছে। এসব অনুপ্রবেশকারীরা ঝিনাইদহসহ দেশের বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে ঢুকছে। গত এক মাসে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের দায়ে আড়াই শতাধিক লোক বিজিবির হাতে আটক হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হচ্ছে। বলা হয়, এনআরসি আতঙ্কে ভারতীয় এসব নাগরিক বাংলাদেশে প্রবেশ করেছে।
তবে অবাক করার মতো বিষয় হচ্ছে যে, প্রতিদিন সীমান্তে অনুপ্রবেশকারীদের আটক করা হলেও ভারতীয় সীমান্তে ‘পুশ ইন’ সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী কিছু জানেন না! তিনি বলেছেন, আমি কিছু জানি না, পত্র-পত্রিকায় দেখেছি। তবে সরকারিভাবে আমার কাছে এ নিয়ে কোনো খবর নেই। মন্ত্রী বলেন, পত্র-পত্রিকায় যা বের হয় এর কিছু সত্য, কিছু মিথ্যা আর কিছু অতিরঞ্জিত। আমাদের জানতে হবে। বিভিন্ন পত্র-পত্রিকায়, বিশেষ করে ফেসবুকে অনেক কিছু বের হয়। সরকারিভাবে না জানলে আমার বক্তব্য দেয়া ঠিক হবে বলে মনে হয় না।
প্রশ্ন হচ্ছে, যাদের আটক করা হচ্ছে তাদের নাম-ঠিকানাসহ পত্রিকায় প্রকাশ করা হয়েছে, তাহলে এই খবরগুলো মিথ্যা বা অতিরঞ্জিত হয় কিভাবে? আর একমাস ধরে চলমান এই প্রক্রিয়া সম্পর্কে দায়িত্বশীলদের ‘কিছু না জানা’ কতটুকু যুক্তিযুক্ত? দেশের জন্য স্পর্শকাতর একটি বিষয় নিয়ে উচ্চপদস্থদের অজ্ঞতাকে অবহেলা ছাড়া আর কিছু বলা যায় না।
এর আগেও সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, ভারতের নাগরিকপঞ্জির বিষয়টি তাদের অভ্যন্তরীণ বিষয় এবং এতে বাংলাদেশের উদ্বেগের কোনও কারণ নেই। তারই পুনরাবৃত্তি করে মন্ত্রী বলছেন, এনআরসির তালিকা করতে প্রায় ৩৪ বছর লেগেছে। এখনও অনেক প্রক্রিয়া বাকি আছে। আর ভারতীয় সরকার বারবার আমাদের ওয়াদা দিয়েছে, ভারতের এনআরসি তাদের অভ্যন্তরীণ বিষয়। এটা বাংলাদেশে কোনোভাবেই প্রভাব ফেলবে না। পত্র-পত্রিকায় দেখছি, কিছু লোকজনকে ভারত পুশ করছে অথবা এনআরসির ভয়ে তারা আসছে। আমি জানি না কেন। এটা নিয়ে আমাদের আলাপ-আলোচনা করতে হবে। তবে সব দেশে প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে ছোটখাটো লেগেই থাকে, দেন-দরবার থাকে। তবে বড় নিউজটা হচ্ছে আমাদের বড় বড় যতগুলো সমস্যা আমরা মোটামুটি আলোচনার মধ্যে শেষ করেছি, শুধু শেষ করেছি তাই না, অত্যন্ত পরিপক্বভাবে শেষ করেছি। আমাদের উভয় দেশের মধ্যে যে ট্রাস্ট, মিউচ্যুয়াল ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স, সেটা খুব কম দেশের মধ্যে থাকে। ভারতীয় সরকারকে আমরা বিশ্বাস করি, বিশ্বাস করতে চাই।
মন্ত্রীর পাশাপাশি আমরাও সাধারণ নাগরিক হিসেবে প্রতিবেশি দেশের প্রতি বিশ^াস রাখতে চাই। তাই বলে অন্ধবিশ^াস নয়। বাস্তবে যা ঘটছে সেটিকেও গুরুত্ব দিয়ে দেখতে হবে। আমরা চাই, পত্রপত্রিকায় যে সংবাদগুলো প্রকাশিত হচ্ছে সেগুলোকে মিথ্যা বা অতিরঞ্জিত বলে উড়িয়ে না দিয়ে যথাযথ গুরুত্বের সাথে খতিয়ে দেখে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। নইলে এই উদাসীনতা সীমান্তে অনুপ্রবেশকে নীরব সমর্থন দেওয়ারই নামান্তর হয়ে দাঁড়াবে। অর্থাৎ সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চাইতে এ বিষয়ে সরকারের উদাসীনতাই এখন বড় উদ্বেগের কারণ। রোহিঙ্গাদের মতো আরেক বোঝা বাংলাদেশের পিঠে চেপে বসুক -তা কোনভাবেই কাম্য নয়।