বাগেরহাটের চিতলমারী উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৬নভেম্বর) দিনব্যাপী চিতলমারী উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের সভাপত্বি করেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য মির্জা আজম এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এস.এম. কামাল, বীর মুক্তিযোদ্বা ও বাগেরহাট জেলা পরিষদের চেয়ারম্যান কামরুজ্জামান টুকু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড: হেমায়েত উদ্দিন ভূঁইয়া, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চিতলমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাঈদ ডাবলু।
উপজেলা আওমী লীগের সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায় এর সঞ্চলানায় এ সময় উপজেলার ৭টি ইউনিয়নের আওয়ামী লীগ ও তার ভ্রাতৃপ্রতীম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে মোঃ বাবুল হোসেন খানকে সভাপতি এবং পীযূষ কান্তি রায়কে সাধারন সম্পাদক নির্বাচিত করা হয়।